উত্তর: বাসর ঘরে ঢুকে স্বামীর প্রথম কাজ হলো স্ত্রীর মাথায় হাত রেখে দু‘আ করা। আমর ইবনু শুআইব রাহিমাহুল্লাহ তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ে করে অথবা কোনো দাসী ক্রয় করে তখন সে যেন বলে, اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ হে আল্লাহ! আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই’ (আবূ দাঊদ, হা/২১৬০)। তারপর স্বামী-স্ত্রী চাইলে একসাথে বা আগে পিছে দাঁড়িয়ে দুই রাকআত ছালাত আদায় করে আল্লাহর কাছে দু‘আ করতে পারে। ছালাতের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে ছাহাবী থেকে কিছু ছহীহ আছার বর্ণিত হয়েছে (মুছান্নাফে ইবনে আবী শায়বা, হা/১৭১৫৬)।
প্রশ্নকারী : সোহান
পার্বতীপুর, দিনাজপুর।