কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : ইসলাম কি নারী যোদ্ধাকে সমর্থন করে? আর কোনো নারী ছাহাবী কি কখনো যুদ্ধ করেছিলেন?

উত্তরনারীরা সারাসরি সশস্ত্র ‍যুদ্ধে অংশগ্রহণ করেননি। তবে তারা যুদ্ধাদের সাথে যুদ্ধে যেতেন এবং যোদ্ধাদের খাবার-পানীয়, তাদের মধ্যে যারা আহত হতেন তাদের সেবা-শুশ্রূষা প্রদান ইত্যাদি সেবামূলক কাজগুলোর মাধ্যমে যোদ্ধাদের সহযোগিতা করতেন। আনাস c হতে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে ছাহাবীগণ নবী a থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। আমি দেখলাম, আয়েশা বিনতু আবূ বকর ও উম্মু সুলাইম h তাঁদের আঁচল এতটুকু উঠিয়ে নিয়েছেন যে, আমি তাঁদের উভয় পায়ের গহনা দেখছিলাম। তাঁরা উভয়েই মশক পিঠে বয়ে ছাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। আবার ফিরে গিয়ে মশক ভর্তি করে নিয়ে এসে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন’ (ছহীহ বুখারী, হা/২৭২৪)। এটি পর্দার বিধান নাযিল হওয়ার পূর্বের ঘটনা ছিল। উল্লেখ্য যে, আত্মরক্ষার জন্য অতর্কিত কোনো আক্রমণ শুরু হলে, সেক্ষেত্রে নারীরা যুদ্ধ করতে পারে।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine