কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): ‘নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত, তারা ছালাত আদায় করেন’। এই হাদীছের সঠিক ব্যাখ্যা জানতে চাই।

উত্তর: নবীগণ কবরে জীবত, ছালাত আদায় করেন এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন, এগুলো দুনিয়াবী জীবনের মতো নয়। একে বলা হয় বারযাখী জীবন; যার অবস্থা ও প্রকৃতি মানুষের অবগতিতে নেই। ঠিক যেমন শহীদগণের ক্ষেত্রে মহান আল্লাহ বলেছেন, তারা বারযাখী জীবনে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে এবং তাদেরকে রিযিক প্রদান করা হয় (আলে ইমরান, ৩/১৬৯)। এ ব্যাপারে সঠিক আক্বীদা হলো ঈসা আলাইহিস সালাম ব্যতীত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী দুনিয়া থেকে মৃত্যুরবণ করেছেন (আয-যুমার, ৩৯/৩০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেউ আমাকে সালাম দিলে আল্লাহ তাআলা আমার দেহে রূহ ফেরত দেন। অতঃপর আমি উক্ত সালামের উত্তর দেই’ (আবূ দাঊদ, হা/২০৪১)। সুতরাং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দুনিয়াবী জীবনের ন্যায় বেঁচে আছেন এবং তিনি মানুষের প্রার্থনা শোনেন এমন বিশ্বাস রাখা যাবে না। কেননা তা শিরকী আক্বীদার অন্তর্ভুক্ত।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine