কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি ওযূতে মাথা মাসাহ করতে পারবে, না-কি চুল ছেড়ে দিয়ে মাথা মাসাহ করতে হবে?

উত্তর : নারী পুরুষ সকলের জন্য পূর্ণ মাথা মাসাহ করা ফরয। কেননা ওযূর ফরযসমূহের মধ্য হতে একটি ফরয হলো- পূর্ণ মাথা মাসাহ করা। মহান আল্লাহ বলেন, وَامْسَحُوا بِرُءُوسِكُمْ ‘তোমরা তোমাদের মাথা মাসাহ করো’ (আল-মায়েদা, ৬)। আব্দুল্লাহ ইবনু যায়েদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাত দ্বারা মাথা মাসাহ করেছেন। উভয় হাতকে সামনে ও পিছনে নিয়েছেন। মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে হাত দুটি মাথার পিছন দিকে নিয়ে গেছেন। এরপর হাত দুটি আবার যে স্থান থেকে শুরু করেছিলেন সে স্থানে ফিরিয়ে নিয়ে এসেছেন। তারপর তাঁর দুই পা ধৌত করেছেন (তিরমিযী, হা/৩২; ছহীহ বুখারী, ১৮৫; মিশকাত, হা/৩৯৩)। মহিলাদের ওযূর জন্য মাথার চুল খোলা জরুরী নয়। বরং চুল যেভাবে আছে সেভাবে রেখেই পূর্ণ মাথা মাসাহ করা যথেষ্ট। রুবাই’ বিনতু মু‘আব্বিয ইবনু ‘আফরা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা তাঁর সম্মুখে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূ করলেন। তিনি (ওযূতে) চুলের উপরিভাগ থেকে শুরু করে প্রত্যেক পাশে নিচের দিকে চুলের ভাজ অনুযায়ী এবং চুলকে তার স্বাভাবিক অবস্থায় রেখে পুরো মাথা মাসাহ করলেন (আবূ দাউদ, হা/১২৮)।

প্রশ্নকারী : আবুল কাশেম

জামালপুর।


Magazine