কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : বিদেশী সৌখিন পাখিগুলো যেমন. লাভবার্ড, কোকাটেল, বাজরিকা ইত্যাদি ব্যবসার উদ্দেশ্যে খাচায় পালন করা যাবে কি?

উত্তর : দেখতে সুন্দর, সুমধুর কণ্ঠের অধিকারী পাখি বিনোদন ও ব্যবসার উদ্দেশ্যে খাঁচায় রেখে যত্ন সহকারে পালন করা যায় (ফাতহুল বারী, ১/৫৪৮ পৃ.; লাজনা দায়েমা, ১৩/৩৮-৪০ পৃ.)। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সদাচারী ছিলেন। আমার এক ভাই ছিল; তাকে ‘আবূ উমায়ের’ বলে ডাকা হতো। আমার ধারণা যে, সে তখন মায়ের দুধ খেতো না। যখনই সে তাঁর নিকট আসত, তিনি বলতেন, হে আবূ উমায়ের! কি করছে তোমার নুগায়ের? সে নুগায়ের পাখিটি নিয়ে খেলত (ছহীহ বুখারী, হা/৬২০৩, ৬১২৯; ছহীহ মুসলিম, হা/২১৫০)। অত্র হাদীছ দ্বারা প্রমাণ হয় যে, আনন্দ ও বিনোদনের উদ্দেশ্যে পাখি পালন করা যায়। তবে, পশু-পাখিকে বন্দি করে খাবার ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা না দিয়ে কষ্ট দেওয়া যাবে না এবং তা শাস্তিযোগ্য অপরাধ। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ‘একজন মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে, সে তাকে বেঁধে রেখেছিল। সে না তাকে খাবার দিয়েছিল, না তাকে ছেড়ে দিয়েছিল, যাতে সে যমীনের পোকা মাকড় খেতে পারত’ (ছহীহ বুখারী, হা/৩৩১৮; ছহীহ মুসলিম, হা/২৬১৯)।

প্রশ্নকারী : তৌহিদুজ্জামান সুজন

ঢাকা।


Magazine