কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : ইহরাম অবস্থাতে মাথা মুন্ডন করা যাবে কি?

উত্তর: না, ইহরাম অবস্থাতে মাথা মন্ডন করা যাবে না এবং চুলও ছোট করা যাবে না। কেননা আল্লাহ তা‘আলা সূরা আল বাকারাতে বলেন, আর তোমরা মাথা মুন্ডন করো না যে পর্যন্ত কুরবানীর পশু তার স্থানে না পৌছে (আল বাকারা, ২/১৯৬)। তবে কোন মুহরিম ব্যক্তি চুল রাখার কারণে যদি কষ্ট পায়, তাহলে তার জন্য চুল কাটা জায়িয। কিন্তু এই কারণে তাকে ফিদইয়া দিতে হবে। কেননা আল্লাহ তা‘আলা সূরা আল বাকারাতে বলেন, অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় বা মাথায় কষ্টদায়ক কিছু হয় তবে ছিয়াম কিংবা ছ্বদাকা অথবা পশু যবেহ দ্বারা তার ফিদইয়া দিবে (আল বাকারা, ২/১৯৬)। কা‘ব ইবনু ‘উজরাহ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিয়ে যাওয়া হল। তখন আমার চেহারায় উকুন বেয়ে পড়ছে। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কষ্ট বা পীড়া যে পর্যায়ে পৌঁছেছে দেখতে পাচ্ছি। তুমি কি একটি বকরীর ব্যবস্থা করতে পারবে? আমি বললাম, না। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তিন দিন ছিয়াম পালন করো অথবা ছয়জন মিসকীনকে অর্ধ সা‘ করে খাবার খাওয়াও (ছহীহ বুখারী, হা/১৮১৬, ছহীহ মুসলিম, হা/১২০১)।

প্রশ্নকারী :  আযাহার আলী

নওগাঁ।


Magazine