কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আমাদের দেশের মানুষেরা যারা বিমানে হজ্জে যায়, তাদের জন্য মীকাত কোনটি?

উত্তর: আমাদের দেশের মানুষেরা যারা বিমানে হজ্জে যায়, তাদের জন্যও মীকাত হলো ‘ইয়ালামলাম’। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটি দেশের মীকাতের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন, উক্ত মীকাতসমূহ দিয়ে যারা মক্কা প্রবেশ করবে, তারা সে সকল স্থান থেকেই ইহরাম বাঁধবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধার স্থান নির্ধারণ করে দিয়েছেন, মদীনাবাসীদের জন্য যুল-হুলাইফা, সিরিয়াবাসীদের জন্য জুহফা, নজদবাসীদের জন্য ক্বারনুল-মানাযিল, ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম। উল্লিখিত স্থানসমূহ হজ্জ ও উমরার নিয়্যতকারী সেই অঞ্চলের অধিবাসী এবং ঐ সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য অঞ্চলের অধিবাসীদের জন্য ইহরাম বাঁধার স্থান এবং মীকাতের ভিতরে স্থানের লোকেরা নিজ বাড়ি হতে ইহরাম বাঁধবে। এমনকি মক্কাবাসীগণ মক্কা হতেই ইহরাম বাঁধবে (ছহীহ বুখারী, হা/১৫২৬; ছহীহ মুসলিম, হা/১১১৮)।

প্রশ্নকারী : আবূ বকর

রাজশাহী।


Magazine