উত্তর: দুনিয়াবাসীদের দিক থেকে নবীগণ মৃত। আল্লাহ তাআলা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সম্বোধন করে বলেন, ‘নিশ্চয় আপনি মরণশীল এবং তারাও মরণশীল’ (আয-যুমার, ৩৯/৩০)। কিন্তু আল্লাহর নিকটে তারা জীবিত। কেননা শহীদরা যদি আল্লাহর নিকটে জীবিত হয়, তাহলে নবীদের মর্যাদা ও সম্মান তো আরো উপরে (ফাতহুল বারী, ৬/৪৪৪)। আর নবীগণ সকলেই তাদের কবরে রয়েছে, একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া। কেননা আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন (আন নিসা, ৪/১৫৭- ১৫৮)। কিন্তু মি‘রাজের রাতে যে, তারা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে ছালাত আদায় করেছিলেন, এই ছালাত ছিল তাদের রূহের মাধ্যমে, যদিও তাদের শরীর ছিল কবরে (মাজমু ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ৪/ ৩২৮-৩২৯)। এটি ঐরূপ যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার জগতে সালাম ও দরুদের জবাব দিয়ে থাকেন (আবূ দাঊদ, হা/২০৪১)।
প্রশ্নকারী : শেখ নুরইসলাম
পশ্চিমবঙ্গ।