কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : বাকিতে বেশি দামে এবং নগদে কম দামে বিক্রি করা বৈধ হবে কি?

উত্তর : বাকিতে বেশি ও নগদে কম এ প্রকার ক্রয়-বিক্রয়কে بيع تقسيط বলা হয়। আর ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে মৌলিক নিয়ম হলো, ক্রেতা ও বিক্রেতা উভয়ে পক্ষ সন্তুষ্ট থাকা। এ ব্যাপারে আল্লাহর বাণী, ‘তবে যদি তোমরা ব্যবসার ক্ষেত্রে পরস্পরে সন্তুষ্ট থাক’ (আন-নিসা, ৪/২৯)। অত্র আয়াত প্রমাণ করে যে, বাকিতে যদি বেশি নেওয়া হয় এবং তাতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ সন্তুষ্ট থাকে, তাহলে এমন ক্রয়-বিক্রয় ছহীহ বলে বিবেচিত হবে। অনুরূপভাবে রাসূলের হাদীছ দ্বারাও প্রমাণিত হয়। আব্দুল্লাহ ইবনু আমরকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী প্রস্তুত করার ব্যাপারে আদেশ করেন। এরপর উট শেষ হয়ে গেলে তিনি ছাদাক্বার উট হতে দুইটি উটের বিনিময়ে একটি উট গ্রহন করেন (মুসতাদরাকে হাকেম, হা/২৩৪০; দারাকুৎনী, হা/৩০৯৬)। উক্ত হাদীছ প্রমাণ করে بيع السلام এর প্রতি। যা بيع تقسيط এর সাথে সাদৃশ্যপূর্ণ। যার হুকুমের ব্যাপারে চার ইমাম জায়েয বলেছেন (বিদায়াতুল মুজতাহিদ, ২/১০৮; ওয়াজিয লিল গাযালী, ১/৮৫; ‍ফতওয়া ইবনু তায়মিয়্যা, ২৯/৪৯৯; বাদায়িয়ুছ ছানায়ি‘, ৫/১৮৭)।

প্রশ্নকারী : এহসানুল হক

পাবনা সদর।


Magazine