উত্তর : বিবাহ বৈধ হওয়ার জন্য মেয়ের পিতা বা অভিভাবক এবং দু’জন সাক্ষী থাকা শর্ত । আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোন নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবুদাঊদ, হা/২০৮৩; মিশকাত, হা/৩১৩১)। আবু মূসা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিভাবক ছাড়া বিবাহ সিদ্ধ নয়’ (আবুদাঊদ, হা/২০৮৫; মিশকাত, হা/৩১৩০; ছহীহ ইবনু হিববান, হা/৪০৭৫)। ছেলের পক্ষ থেকে কারো রাজি থাকা শর্ত নয়। বরং ছেলে রাজি থাকলেই বিবাহ বৈধ হয়ে যাবে। তবে উভয় পরিবারের সম্মতিতে বিবাহ হওয়া ভালো। এতে পারিবারিক দ্বন্দ্ব হতে মুক্ত থাকা যায়।
-সাদিয়া, ফেনী।