কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : আমার ভিটা-বাড়ীতে ও মাঠে কিছু জমি আছে। কিন্তু আমার দুই মেয়ে ছাড়া আর কোন সন্তান নেই। তাই যদি ভিটা-বাড়ীর জমিটুকু মেয়েদেরকে এবং মাঠের জমিটুকু ভাতিজাদেরকে দেই, তাহলে কি তা বিধিসম্মত হবে?

উত্তর : মালিক জীবিত থাকাকালীন অংশীদারদেরকে অংশহারে সম্পদ বণ্টন করে দিতে পারে (ছহীহ বুখারী হা/২৬৫০; ছহীহ মুসলিম হা/১৬২৩)। অতএব, ভাতিজা ও মেয়েদের সাথে পরামর্শ করে তিনি ভিটা-বাড়ী ও আবাদী জমি বণ্টন করতে পারেন।

-মনিরুল ইসলাম

 তালা, সাতক্ষীরা।


Magazine