কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : জনৈক ব্যক্তি বলেছেন, ফিলিস্তিন হবে ক্বিয়ামতের মাঠ। আর আমি শুনেছি আল্লাহ আরশ নিয়ে অবতরণ করবেন আরাফার মাঠে। আর সেখানেই হবে হিসাব-নিকাশ। এই তথ্য কি ঠিক?

উত্তর : আরাফার মাঠ ক্বিয়ামতের মাঠ হবে একথা ঠিক নয়। ক্বিয়ামতের মাঠ হবে শাম দেশ। তবে এই শাম (সিরিয়া) দেশে মানুষ দুইবার একত্রিত হবে। একবার শেষ যামানায় দুনিয়াতে আরেকবার পরকালে। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অচিরেই হাযরামাউতের দিক থেকে বা হাযরামাউত থেকে একটি আগুন বের হবে যা পৃথিবীর সকল মানুষকে একত্রি করবে। আমরা বললাম, আল্লাহর রাসূল! তাহলে আপনি আমাদের কী আদেশ দিচ্ছেন? তিনি বললেন, তোমরা তখন শামে চলে যাবে’ (তিরমিযী, হা/২২১৭; মিশকাত, হা/৬২৬৫)। আবূ যার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الشَّامُ أَرْضُ الْمَحْشَرِ وَالْمَنْشَرِ ‘শামদেশ হবে হাশর-নাশরের মাঠ’ (মুসনাদে বাযযার, হা/৩৯৬৫; ছহীহুল জামে‘, হা/৩৭২৬)।

প্রশ্নকারী : নাজমুল ইসলাম 

শার্শা, যশোর।


Magazine