কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : আমি একজন মেয়ে। আমার বয়স ১৮ বছর। আমি একটি মেসে থাকি। আমি নিয়মিত ছালাত পড়ি। কিন্তু আমার রুমমেট হিন্দু। হিন্দু মহিলাটির সামনে আমার ছালাত ছহীহ হবে কি? আর হিন্দু মেয়েটার সাথে একই রুমে থাকা শরীয়তসম্মত হবে কি?

উত্তর : একান্ত কারণে কোনো বির্ধমীর সাথে এক রুমে বা পাশাপাশি অবস্থান করা যায়। তবে তাকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের সর্বনাশ করতে ত্রুটি করবে না’ (আলে ইমরান, ৩/১১৮)। আরো অনেক আয়াতে অমুসলিমদের বন্ধু হিসাবে গ্রহণ করতে মহান আল্লাহ নিষেধ করেছেন (আল-মায়েদা, ৫/৫১; আলে-ইমরান, ৩/১১৮; আল-মুজাদালা, ৫৮/২২)। সুতরাং মুসলিম ধার্মীক ব্যক্তির সাথে থাকার জন্য চেষ্টা করতে হবে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুমিন ব্যক্তি ছাড়া আর কাউকে সঙ্গী হিসাবে গ্রহণ করবে না। আর মুত্তাক্বী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায় (আবূ দাউদ, হা/৪৮৩২; মিশকাত, হা/৫০১৮)। রুমমেট হিসাবে যদি বির্ধমী রুমে থাকে এবং কোনো ছবি-মূর্তি না থাকে তাহলে সে রুমে ছালাত আদায় করা যায়।

প্রশ্নকারী : জিনাত

ঢাকা।


Magazine