কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : শায়খ আমরা জানি যে, জন্মদিন পালন করা হারাম।সেক্ষেত্রে জন্মদিন উপলক্ষে কেক বিজনেস করা কি হালাল হবে?

উত্তর : জন্মদিন পালন করা বিজাতীয়দের থেকে আসা একটি অপসংস্কৃতি যা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত’ (আবূ দাউদ, হা/৪০৩১)। সুতরাং জন্মদিন পালন করা জায়েয নয়। আর এই জন্মদিন পালন করার জন্য কোন সহযোগিতা করাও জায়েয নয়। আর তাই জন্মদিন উপলক্ষে কেকের বিজনেস করাও বৈধ নয়। কেননা এর মাধ্যমে বাতিলকে সহযোগিতা করা হয়। আল্লাহ বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী  :  মেহেদী হাসান

নাটোর সদর, নাটোর।


Magazine