উত্তর : না, তাকে আবার বিতর ছালাত আদায় করতে হবে না। কেননা এক রাতে দুইবার বিতর ছালাত আদায় করা জায়েয নয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একই রাতে দুইবার বিতর ছালাত নেই’ (আবূ দাঊদ, হা/১৪৩৯; তিরমিযী, হা/৪৭০; নাসাঈ, হা/১৬৭৮)। তাই কোনো ব্যক্তি প্রথম রাতে বিতর ছালাত আদায় করলে, সে যদি শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠে, তাহলে সে শুধু তাহাজ্জুদের ছালাতই আদায় করবে, বিতর ছালাত নয়।
প্রশ্নকারী : আশিকুর রহমান
পাবনা।