কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : ‘সূরা ইখলাছ দশবার পাঠ করলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে’ মর্মে হাদীছটি কি গ্রহণযোগ্য? কেননা অনেক আলেম এটিকে যঈফ বলেছেন আবার কেউ কেউ এটিকে ছহীহ বলেছেন।তাই এই হাদীছটি গ্রহণযোগ্য কিনা তা বিস্তারিত জানতে চাই।

উত্তর : সুনান দারেমীতে (২/৪৫৯) একটি সাঈদ ইবনুল মুছায়্যিব থেকে মুরসাল হিসেবে একটি বর্ণনা আছে। যেই সনদের একজন রাবী বাদে সকল রাবী ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের রাবী। আর একজন রাবী শুধু ইমাম বুখারীর রাবী (সিলসিলা ছহীহা, ২/১৩৬-১৩৭)। ইমাম সুয়ূতী, ইবনু মাঈন, হাকিম o এদের মতে, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ-এর মুরসাল বর্ণনা হলো সবেচেয়ে ছহীহ মুরসাল বর্ণনাগুলোর অন্তর্ভুক্ত (মিরআত, ৭/২৫৮)। তাই এই বর্ণনাকে শাহেদ হিসেবে বিবেচনা করে অত্র হাদীছকে শায়খ আলবানী রাহিমাহুল্লাহ কমপক্ষে হাসান পর্যায়ের হাদীছ বলেছেন, আর এটিই সঠিক। আল্লাহু আ‘লাম বিস ছওয়াব।

প্রশ্নকারী : হাবীবুল্লাহ খান

রাজশাহী।


Magazine