উত্তর : সুনান দারেমীতে (২/৪৫৯) একটি সাঈদ ইবনুল মুছায়্যিব থেকে মুরসাল হিসেবে একটি বর্ণনা আছে। যেই সনদের একজন রাবী বাদে সকল রাবী ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের রাবী। আর একজন রাবী শুধু ইমাম বুখারীর রাবী (সিলসিলা ছহীহা, ২/১৩৬-১৩৭)। ইমাম সুয়ূতী, ইবনু মাঈন, হাকিম o এদের মতে, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ-এর মুরসাল বর্ণনা হলো সবেচেয়ে ছহীহ মুরসাল বর্ণনাগুলোর অন্তর্ভুক্ত (মিরআত, ৭/২৫৮)। তাই এই বর্ণনাকে শাহেদ হিসেবে বিবেচনা করে অত্র হাদীছকে শায়খ আলবানী রাহিমাহুল্লাহ কমপক্ষে হাসান পর্যায়ের হাদীছ বলেছেন, আর এটিই সঠিক। আল্লাহু আ‘লাম বিস ছওয়াব।
প্রশ্নকারী : হাবীবুল্লাহ খান
রাজশাহী।