কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : শুনেছি কবরের মধ্যে বান্দার রূহকে দেহে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু দেহ তো পচে যায়। আবার দুর্ঘটনাবশত কারোর দেহই খুঁজে পাওয়া যায় না। তাহলে কবরে দেহে রূহ ফেরানোর সঠিক ব্যাখ্যা কী?

উত্তর: আমরা মৃত মানুষকে যে কবরে দাফন করি তাকে শুধু কবর বলা হয় বিষয়টি এমন নয়। বরং কবর দ্বারা ‘আলামুল বারযাখ’ তথা আত্মার জগতকে বুঝানো হয়। আর আলামুল বারযাখ হচ্ছে, মৃত্যুর পর থেকে হাশরের ময়দানের উদ্দেশ্যে উঠার মধ্যবর্তী পুরো সময়টাকে বুঝানো হয়। মহান আল্লাহ বলেন, ‘যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারযাখ’ (আল-মুমিনূন, ২৩/১০০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষকে যখন কবরস্থ করার পর তার দেহে রূহ ফিরিয়ে দেওয়া হয়। তারপর তার নিকট দুই জন ফেরেশতা আসে এবং তাকে উঠিয়ে বসায়। অতঃপর প্রশ্ন করে... (কানযুল উম্মাল, হা/৪২৪৯৫; মিশকাত, হা/১৬৩০)। সুতরাং মৃত্যুর পর মানুষকে দাফন করা হোক, আগুনে-পানিতে হারিয়ে যাক, হিংস্র কোনো প্রাণি তাকে খেয়ে ফেলুক তার দেহকে মহান আল্লাহ একত্র করে তার দেহে রূহ ফিরিয়ে দিয়ে তার হিসাব-নিকাস নিবেন। সে জান্নাতী হলে আলামে বারযাখে সে জান্নাতের সুখ আস্বাদন করতে থাকবে। আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে (আবূ দাউদ, হা/৪৭৫৩; আহমাদ, হা/১৮০৬৩; মিশকাত, হা/১৩১)।

প্রশ্নকারী : রাহুল হোসেন

 পাবনা।

Magazine