কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : অনেকের কাছে শোনা যায়, ‘আয়াতুল কুরছি’ লিখে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখলে অর্থ সম্পদের উন্নতি হয়। বিষয়টি কতটুকু সত্য?

উত্তর : উক্ত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, যার পক্ষে ছহীহ কোনো বর্ণনা নেই। সুতরাং এমন কাজ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আয়াতুল কুরসী লিখে কোথাও ঝুলিয়ে নয়, বরং আয়তুল কুরসী পড়ার মাধ্যমে আমলে করতে হবে। কেননা, হাদীসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রতি ফরয সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করে, মৃত্যু বতীত তার জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকে না (তাবারানী, আল-কাবীর, হা/৭৫৩২, সুনানুল কুবরা, নাসাঈ, হা/৯৮৪৮)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু-কে শয়তান বলেছিল যে, তুমি রাতে শয্যায় যাওয়ার সময় আয়াতুল কুরসী পাঠ করবে, তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই কথা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলা হলে তিনি তা সত্যায়ন করেন (ছহীহ বুখারী, হা/২৩১১)।

প্রশ্নকারী : আব্দুল হামীদ

ঝিনাইদহ।


Magazine