উত্তর: সিজদাতে নাক ও কপাল উভয়টিই ঠেকাতে হবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাকে সাত অঙ্গের ভরে সিজদা করার আদেশ দেওয়া হয়েছে, তা হলো- কপাল, এ কথা বলে তিনি নাকের দিকে ইশারা করলেন, দুই হাত, দুই হাঁটু ও পায়ের দুই পাতা। আর কাপড় ও চুল গুটিয়ে না রাখার আদেশ দেওয়া হয়েছে’ (ছহীহ বুখারী, হা/৮১২; ছহীহ মুসলিম, হা/৪৯০)। তবে কোনটি আগে ও কোনটি পরে রাখতে হবে সে বিষয়ে কোনো বিবরণ পাওয়া যায় না। তাই সুবিধা অনুযায়ী আগে কপাল বা নাক রাখতে পারবে।
প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।