উত্তর: হ্যাঁ, কোনো কারণে সুন্নাত ছালাত আদায় করা না হলে, পরে তা আদায় করা যাবে। কারণ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আছরের পরে দুই রাকআত ছালাত আদায় করার কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘হে আবূ উমায়্যাহর কন্যা! আছরের পরের দুই রাকআত ছালাত সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করেছ। আবদুল কায়স গোত্রের কিছু লোক আমার নিকট এসেছিল। তাদের কারণে যোহরের পরের দুই রাকআত আদায় করতে না পেরে (তাদেরকে নিয়ে) ব্যস্ত হয়ে পড়েছিলাম। এ দুই রাকআত সে দুই রাকআত’ (ছহীহ বুখারী, হা/১২৩৩; ছহীহ মুসলিম, হা/৭৩৪)। এমনকি ফজরের সুন্নাত পরে আদায় করা যাবে। কায়েস ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ছালাতের পর এক ব্যক্তিকে দুই রাকআত আদায় করতে দেখে বললেন, ‘ফজরের ছালাত তো দুই রাকআত’। সে বলল, আমি তো ফজরের পূর্বের সেই দুই রাকআত আদায় করিনি, সেটাই এখন আদায় করে নিলাম। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন (আবূ দাঊদ, হা/১২৬৭)। অত্র হাদীছ দুটি প্রমাণ করে, সুন্নাত ছালাত তার যথাসময়ে আদায় করা না হলে, অন্য সময়েও তা আদায় করা যাবে।
প্রশ্নকারী : আব্দুল্লাহিল বাকী
মুর্শিদাবাদ, ভারত।