কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : নারী-পুরুষের সুগন্ধির মধ্যে পার্থক্য কী? -

উত্তর : পুরুষের সুগন্ধি হলো ঘ্রাণ ছড়াবে কিন্তু রঙ গোপন থাকবে। আর নারীর সুগন্ধি হলো রঙ প্রকাশ পাবে কিন্তু ঘ্রাণ ছড়াবে না/গোপন থাকবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পুরুষের সুগন্ধি হলো যার ঘ্রাণ ছড়ায় কিন্তু রঙ প্রকাশ পায় না। আর মহিলার সুগন্ধি হলো যার রঙ প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে/ছড়ায় না’ (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭; মিশকাত, হা/৪৪৪৩)। মহিলাদের পরপুরুষের সামনে পর্দা করে চলা যেমন জরুরি তেমনি তাদের সামনে ঘ্রাণ প্রকাশ না করা জরুরি। বেপর্দা হয়ে চললে যেমন যেনা হয় তেমনি আতর, পারফিউম বা যেকোনো সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে গেলে যেনা হয়। আবূ মূসা আল-আশআরী রাযিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে কোনো লোকদের সামনে দিয়ে যায় যাতে তারা তার সুগন্ধির ঘ্রাণ পায়, তাহলে সে যেনাকারিণী মহিলা’ (মুসনাদে আহমাদ, হা/১৯৭৬২; নাসাঈ, হা/৫১২৬; আত-তারগীব, হা/২০১৯)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলা যদি মসজিদে যেতে চায়, তাহলে সে যেন সুগন্ধি থেকে সেভাবে গোসল করে নেয় যেভাবে সে নাপাকির গোসল করে থাকে’ (নাসাঈ, হা/৫১২৭; সিলসিলা ছহীহা, হা/১০১৩)। উল্লিখিত হাদীছদ্বয় থেকে বোঝা যায় যে, মহিলারা নারীসমাজে বা বাড়িতে স্বামীর সামনে যেমন খুশি তেমন সুগন্ধি ব্যবহার করতে পারে। আর স্বামী সঙ্গে থাকলেও সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের সামনে বাড়ির বাহিরে, রাস্তা-ঘাটে, দোকান-পাটে বা মার্কেটে যেতে পারবে না।

হিলালুদ্দীন উখিয়া,

কক্সবাজার।



Magazine