কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): অতি বৃদ্ধা মহিলা যদি বেগানা পুরুষের সাথে পর্দা না করে, তাহলে ইসলামে এর বিধান কী?

উত্তর: সকল নারীই ঢেকে রাখার বস্তু। তাই তাক্বওয়াবান নারীর জন্য সকল বয়সেই পর্দা মেনে চলা উচিত (আল আহযাব, ৩৩/৫৯)। তবে অতি বৃদ্ধা মহিলার জন্য পর্দা ফরয নয়। সে বেগানা পুরুষকে দেখা দিতে পারে। তবে শর্ত হলো, সে যেন সাজসজ্জা গ্রহণ করে বের না হয়। মহান আল্লাহ বলেছেন, ‘আর বৃদ্ধা নারীরা, যারা বিয়ের আশা রাখে না, তাদের জন্য অপরাধ নেই, যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে। আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ’ (আন-নূর, ২৪/৬০)।

প্রশ্নকারী : সাহাবুর রহমান

কুষ্টিয়া।

Magazine