কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): ঈদের ছালাত আদায়ের পদ্ধতি কী?

উত্তর: ঈদের ছালাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বিরাআতের পূর্বে প্রথম রাকআতে সাত ও দ্বিতীয় রাকআতে পাঁচ সহ মোট বারো তাকবীর দিতেন। প্রথম রাকআতে সাত তাকবীরের পর ছানা ও আঊযুবিল্লাহ-বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ও সূরা আ‘লা এবং দ্বিতীয় রাকআতে পাঁচ তাকবীর দেওয়ার পর শুধু বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা ও গাশিয়া পড়তেন (ছহীহ মুসলিম, হা/৮৭৮)। কাসীর তার দাদার সূত্রে বর্ণনা করে বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের ছালাতের প্রথম রাকআতে ক্বিরাআতের পূর্বে সাত ও দ্বিতীয় রাকআতে ক্বিরাআতের পূর্বে পাঁচ তাকবীর দিতেন (ছহীহ তিরমিযী, হা/৫৩৬; ইবনু মাজাহ, হা/১২৭৯)। ছালাত শেষে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের গায়ে ভর দিয়ে খুৎবা প্রদান করতেন। অতঃপর মহিলাদের দিকে এগিয়ে গিয়ে দান-খায়রাতের নছীহত করতেন এবং বিলাল রাযিয়াল্লাহু আনহু তার চাদরে মহিলাদের দান গ্রহণ করতেন (ছহীহ নাসাঈ, হা/১৫৭৫; মুসনাদে আহমাদ, হা/১৪৪২০)। ওয়ায়েল ইবনু হুজরের হাদীছ থেকে প্রমাণিত হয় যে, ছালাতে প্রত্যেক তাকবীরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন (ছহীহ মুসলিম, হা/৪০১)। 

প্রশ্নকারী : আকরামুল হক

নওগাঁ।


Magazine