কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): অভাব দূর ও রিযিক বৃদ্ধির জন্য কোনো দু‘আ আছেকি?

উত্তর: অভাব দূর করা এবং রিযিক বৃদ্ধির জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন দু‘আ বর্ণিত হয়েছে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْقِلَّةِ وَالذِّلَّةِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ‘হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি দারিদ্র্য হতে, আমি আরও আশ্রয় প্রার্থনা করি অপ্রতুলতা এবং অপমান ও লাঞ্ছনা থেকে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি আমি যেন কারো উপর অত্যাচার না করি অথবা আমি যেন অত্যাচারিত না হই’ (নাসাঈ, হা/৫৪৬০)। ঋণের ব্যাপারে এক ব্যক্তি অভিযোগ করলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দেন, اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ ‘হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখ বা দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো’ (তিরমিযী, হা/৩৫৬৩)। এছাড়াও বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ রিযিক বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, ‘আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি বড়ই ক্ষমাশীল। (তোমরা তা করলে) তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন’ (নূহ, ৭১/১০-১২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

বংশাল, ঢাকা।


Magazine