কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা রয়েছেযে, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতে হবে। কিন্তুসরকারি নিয়ম বাম পাশ দিয়ে হাঁটতে হবে। এখন আমাদের করণীয় কী?

উত্তর : ইসলামের বিধান হলো- চলাচল ও গাড়ি চালানোর ক্ষেত্রে ডান পার্শ্ব দিয়ে চলা। দক্ষিণ এশিয়া ও ইউরোপের দেশসমূহসহ অনেক দেশে রাস্তার বাম পার্শ্ব দিয়ে চলাচল ও গাড়ি চালানোর আইন রয়েছে। যা জনগণকে মানতে বাধ্য করা হয়। বাধ্য হলে এমন আইন মেনে চলা যায়। কেননা এমন পরিস্থিতিতে সে নিরুপায়। আর আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা যথাসম্ভব আল্লাহকে ভয় করো’ (আত তাগাবুন, ৬৪/১৬)। ইবনু মাসউদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই স্বজনপ্রীতি প্রকাশ পাবে এবং এমন সব কর্মকান্ড ঘটবে যা তোমরা অপছন্দ করবে। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! তদাবস্থায় আমাদের কী করতে বলেন? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করো, আর তোমাদের প্রাপ্যের জন্য আল্লাহর কাছে দু’আ করো (ছহীহ বুখারী, হা/৩৩৪৬, ছহীহ মুসলিম, হা/১৮৪৩)।

প্রশ্নকারী : নিয়ামুল হাসান

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine