উত্তর : যাকাত আদায়ের বিলম্ব করার কারণে নিঃসন্দহে সে পাপী হবে। তাই তাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তার উপর অবশ্যক হচ্ছে যেসব বছরের সে যাকাত আদায় করেনি সেই বছরগুলোর হিসাব করে একত্রে দ্রূত যাকাত আদায় করা (ফাতাওয়া আরকানুল ইসলাম প্রশ্ন নং- ৩৬০)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করেনি। ক্বিয়ামতের দিন তার সম্পদ টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখেল দুপার্শ্বে কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত মাল (ছহীহ বুখারী, হা/১৪০৩)। ছিয়ামের জন্য ক্ষমা চাইবে আর যাকাত দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করবে। যদি দিতে না পারে তাহলে সেক্ষেত্রেও ক্ষমা চাইবে।
প্রশ্নকারী : মিজানুর রহমান
পীরগঞ্জ, নাটোর।