কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : যে মহিলা স্বামী মারা যাওয়ার পরে ইদ্দত পালন অবস্থাতে আছে, সে মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়া যায় কি?

উত্তর : ইদ্দতে থাকা বিধবাকে সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া বৈধ নয়। অবশ্য আভাসে ইঙ্গিতে বিয়ের কথা জানানোতে কোনো দোষ নেই। মহান আল্লাহ বলেছেন, ‘আর তোমরা যদি আভাসে ইঙ্গিতে উক্ত রমণীদের বিবাহের প্রস্তাব দাও অথবা অন্তরে তা গোপন রাখ, তাতে তোমাদের কোনো দোষ হবে না। আল্লাহ জানেন যে, তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে। কিন্তু বিধি মতো কথাবার্তা ছাড়া গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না। নির্দিষ্ট সময় পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করো না। আর জেনে রাখ, আল্লাহ তোমাদের মনোভাব জানেন। অতএব তাকে ভয় করো এবং জেনে রাখ, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, বড় সহিঞ্চু (আল-বাক্বারা, ২/২৩৫)।

প্রশ্নকারী : ইয়াহইয়া

কুমিল্লা।


Magazine