কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): বড় নাপাকী অবস্থায় কি কোনো পশু যবেহ করা যাবে?

উত্তর: যাবে, কেননা পশু যবেহ করার জন্য নাপাকী থেকে পবিত্র থাকা শর্ত নয় (ছহীহ বুখারী, হা/৫৫০৫)। তবে অবশ্যই পশু যবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করতে হবে (ছহীহ বুখারী, হা/৫৫০১)। কেননা যেই পশু আল্লাহর নামে যবেহ করা হয় না, সেই পশুর গোশত খাওয়া হারাম (আল-আনআম, ৬/১২১)।

প্রশ্নকারী : রমযান আলী

বগুড়া।


Magazine