উত্তর: নেফাক দুই প্রকার: ১. আক্বীদাগত নেফাক, ২. আমলগত নেফাক। ব্যক্তি যদি আক্বীদাগত মুনাফিক হয়, যা তাকে ইসলাম থেকে বের করে দেয়, এমন মুনাফিক তওবা করা ব্যতীত যদি মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী এবং সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে (আন-নিসা, ৪/১৪৫)।
আর যদি আমলগত মুনাফিক হয়, যা তাকে ইসলাম থেকে বের করে দেয় না, বরং সে কবীরা গুনাহগার, তাহলে এমন ব্যক্তি জাহান্নামে শাস্তি পেলেও একদিন জান্নাতে আসবে (ছহীহ বুখারী, হা/৩৮৯২)।
প্রশ্নকারী : মেহেদী হাসান
রাজশাহী।