উত্তর : না, এমন অছিয়ত পূরণ করা যাবে না। কেননা ওয়ারিছদের জন্য কোনো অছিয়ত করা বৈধ নয়। আমর ইবনু খারিজা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উষ্ট্রীর পিঠে চড়ে খুৎবা দিচ্ছিলেন। আমি এর ঘাড়ের নীচে দাঁড়িয়েছিলাম। উষ্ট্রী জাবর কাটছিল এবং আমার কাধের মাঝখান দিয়ে এর লালা গড়িয়ে পড়ছিল। আমি তাকে ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ‘সকল হক্বদারের হক্ব আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব, উত্তরাধিকারীদের জন্য অছিয়ত করা বৈধ নয়’ (তিরমিযী, হা/২১২১; ইবনু মাজাহ, হা/২৭১২)।
প্রশ্নকারী : আব্দুস সালাম
সিরাজগঞ্জ।