উত্তর: কোনো প্রাণীর মূর্তি বা ভাস্কর্য তৈরি করা এবং ছবি অঙ্কন করা হারাম। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় যারা এই ছবিগুলো অঙ্কন বা তৈরি করে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি প্রদান করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যাদের ছবি তৈরি করেছ, তাদেরকে জীবিত করো’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১)। সুতরাং প্রিন্ট/ডিজিটাল ছবি তোলা এবং এআই ব্যবহার করে ছবি তৈরি করার ক্ষেত্রেও উক্ত বিধান প্রযোজ্য হবে। তবে অতীব প্রয়োজনের ক্ষেত্রে ছবির ব্যবহার জায়েয, যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি। অনুরূপভাবে দ্বীনী প্রয়োজনে ছবির ব্যবহার জায়েয (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ, ১/৬৬৬)। উল্লেখ্য যে, নিজের প্রকৃত ছবিকে এআই ব্যবহার করে বিভিন্ন রূপে পরিবর্তন করা জায়েয নয়। কারণ এটা মিথ্যা বা প্রতারণার শামিল।
প্রশ্নকারী : খন্দকার রহমত
