কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): আকীকা কী? ভাগে আকীকা দেওয়া যাবে কি?

উত্তর: শিশু ভূমিষ্টের সপ্তম দিনে আল্লাহর কৃতজ্ঞতাস্বরূপ যে পশু যবেহ করা হয় তাই আকীকা। এটি ইসলামের একটি গুরত্বপূর্ণ সুন্নাহ। ছেলে হলে দুটি সমমানের ছাগল ও মেয়ে হলে একটি ছাগল যবেহ করতে হয়। সামুরা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার সাথে ঝুলন্ত থাকে, যা তার পক্ষ থেকে সপ্তম দিনে যবেহ করা হয়…’ (মুসনাদে আহমাদ, হা/২০১৮৮; ইবনু মাজাহ, হা/৩১৬৫)। উম্মু কুরয বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ছেলে সন্তান ভূমিষ্ট হলে সমমানের দুইটি ছাগল ও মেয়ে সন্তান ভূমিষ্ট হলে একটি ছাগল আকীকা করতে হবে’ (আবূ দাঊদ, হা/২৮৩৬; আস-সুনানুল কুবরা, হা/১৯৩১৪)। ইসলামী শরীআতে একটি ছেলে শিশুর পক্ষ থেকে দুটি ছাগল ও একটি মেয়ে শিশুর পক্ষ থেকে একটি ছাগল আকীকা দেওয়ার কথা বর্ণিত হয়েছে। সুতরাং ভাগে আকীকা দেওয়া যাবে না।

প্রশ্নকারী : নাহিদ

রাজশাহী।

Magazine