কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : মোহরানার টাকা বিবাহের সময় কার কাছে দিতে হবে এবং কখন দিতে হবে?

উত্তর: মোহরানার অর্থের হকদার স্ত্রী। সুতরাং স্ত্রীকে দিতে হবে। মহান আল্লাহ স্ত্রীদেরকে মোহরানা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহরানা দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে তৃপ্তিসহকারে খাও’ (আন-নিসা, ৪/৪)। উকবা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছো’ (ছহীহ বুখারী, হা/২৫৭২; ছহীহ মুসলিম, হা/১৪১৮)। স্ত্রী তার ইচ্ছেমতো সে টাকা থেকে স্বামীকে কিছু ছাড় দিতে পারে, দান-ছাদাক্বা করতে পারে, সংসারের কাজে খরচ করতে পারে (প্রাগুক্ত আয়াত)। উল্লেখ্য যে, বিবাহের পর স্বামী-স্ত্রী যখন একাকীত্ত্বে যাবে তখন স্বামী তার স্ত্রীকে মোহরানার টাকা বুঝিয়ে দিবে। সমাজে প্রচলিত বিবাহের সময় যে মোহরানা দেওয়া হয় সেটিও করা যায়।

প্রশ্নকারী : সাজু

রংপুর।

 

Magazine