উত্তর: মাইয়্যেত নারী হোক কিংবা পুরুষ তাকে গোসল দেওয়ার সময় পর্দার ব্যবস্থা করতে হবে। কেননা খোলা জায়গায় গোসল করানো দৃষ্টিকটু এবং অপ্রীতিকর। এবং গোসল করানোর সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে দেওয়া ভালো যাতে গোসলদানকারীর নিকট তা দৃষ্টিকটু না হয়। অতঃপর পুরুষ পুরুষকে এবং মহিলা মহিলাকে গোসল করাবে। তবে মহিলাগণ শিশুদেরকে গোসল করাতে পারবে (ফিক্বহুস-সুন্নাহ, ১/২৬৮)। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে বিনা দ্বিধায় গোসল করাতে পারে (বায়হাক্বী, ৩/৩৯৭; দারাকুৎনী, হা/১৮৩৩; ইবনু মাজাহ, হা/১৪৬৫)।
প্রশ্নকারী : জাকির
হোসেন নগর, রংপুর।