কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : মেহরাববিশিষ্ট মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি?

উত্তরমেহরাববিশিষ্ট মসজিদে ছালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। কেননা ছালাত হবে না মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদিও মসজিদে মেহরাব করা যাবে কিনা এ নিয়ে বিদ্বানগণের মাঝে মতোভেদ রয়েছে (লাজনা দায়েমা, ৬/২৫২-৫৩ পৃ. মাজমুউল ফাতাওয়া ইবনু উছাইমীন, প্রশ্ন নং, ৩২৬)।

প্রশ্নকারী : মোস্তফা কামাল


 

Magazine