কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): কম্পিউটার বা মোবাইল গেম বানিয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা কি শরীআতসম্মত? আমার রূযী কি হালাল হবে? অথবা কোনো গেম বানানোর কোম্পানিতে চাকরি করা কি জায়েয হবে?

উত্তর: কম্পিউটার বা মোবাইল গেম খেলা ইসলামী শরীআতে বৈধ নয়। কেননা এগুলো হাদীছে বর্ণিত পাশা খেলার অন্তর্ভুক্ত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি পাশা খেলল, সে যেন তার হাতকে শূকরের রক্ত-গোশত দ্বারা রঞ্জিত করল’ (ছহীহ মুসলিম, হা/২২৬০; আবূ দাঊদ, হা/৪৯৩৯; ইবনু মাজাহ, হা/৩৭৬৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদীছে বলেন, ‘যে ব্যক্তি পাশা খেলল, সে আল্লাহ ও তার রাসূলের নাফারমানী করল’ (আবূ দাঊদ, হা/৪৯৩৮)। আলোচ্য হাদীছদ্বয় প্রমাণ করে যে, পাশা এবং পাশাজাতীয় সকল খেলা যাতে শারীরিক শ্রম নেই এমন খেলা ইসলামী শরীআতে বৈধ নয়। যেহেতু কম্পিউটার বা মোবাইল গেম খেলা হারাম, তাই সেগুলো বানানো বা বানানোর কোম্পানিতে চাকরি করা হারাম জিনিস বানানো বা বানানোর কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত। আর হারাম কাজ যেমন ইসলামী শরীআতে নিষিদ্ধ, যে কোনো হারাম কাজে সহযোগিতা করাও তেমন ইসলামে শরীআতে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘নেক কাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : সাইফুল হক

গুলশান-২, ঢাকা।


Magazine