কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : সকাল-সন্ধ্যায় পঠিতব্য যিকির ও দু‘আসমূহ আমল করার জন্য নির্ধারিত সময় কতক্ষণ?

উত্তর : না, এজন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছসমূহে কোনো সময় নির্ধারণ করা হয়নি। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘আপনি আপনার প্রভুকে সকাল-সন্ধ্যায় আপন মনে অত্যন্ত বিনীত ও ভীত সন্ত্রস্তভাবে স্মরণ করুন, উচ্চ শব্দে নয়’ (আল-আ‘রাফ, ৭/২০৫)। তবে বিভিন্ন হাদীছের বর্ণনালোকে বলা যায় যে, ‘সুবহা-নাল্ল-হী ওয়া বিহামদিহী’ দু‘আটি একশতবার পড়তে যত সময় লাগে বা তার চেয়েও অধিক সময়ব্যাপী সকাল-সন্ধ্যায় দু‘আ পাঠ করা যায়। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় একশতবার ‘সুবহা-নাল্ল-হী ওয়া বিহামদিহী’ বলবে কিয়ামতের দিন এর অপেক্ষা শ্রেষ্ঠ আমল নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। তবে ঐ ব্যক্তি ব্যতীত যে এই বাক্য উক্ত ব্যক্তির চেয়ে অধিকবার বলবে (ছহীহ মুসলিম, হা/২৬৯২, তিরমিযী, হা/৩৪৬৯; আহমাদ, হা/৮৮৫৫; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৬৫৩, ছহীহ আল-জামে‘, হা/৬৪২৫; মিশকাত, হা/২২৯৭)। অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি একশতবার উক্ত বাক্য বলবে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার ন্যায় বেশি হয়’ (ছহীহ বুখারী, হা/৬৪০৫; ছহীহ মুসলিম, হা/২৬৯১; মিশকাত, হা/২২৯৬)। উল্লেখ্য যে, সন্ধ্যার যিকিরের সময় হলো সূর্য ডোবার পূর্ব পর্যন্ত, সূর্যাস্তের পরে নয়।

প্রশ্নকারী : আব্দুর রহমান

রামনগর, দিনাজপুর।


Magazine