কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : বৃষ্টির সময় দু‘আ কবুল হয়। এটা কি সত্য?

উত্তর : জী; বৃষ্টির সময়ে দু‘আ কবুল হয় একথা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। সাহল ইবনু সা‘দ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দু‘আ ফিরিয়ে দেওয়া হয় না অথবা তিনি বলেছেন কমই ফিরিয়ে দেওয়া হয়। ১. আযানের সময়ের দু‘আ ২. বৃষ্টি বর্ষণের সময়ের দু‘আ (জামে‘উল আহাদীছ, হা/১১৩২৪; বায়হাক্বী, হা/৬৬৯০; কানযুল উম্মাল, হা/৩৩৩৮; মিশকাত, হা/৬৭২)।

প্রশ্নকারী : সাকিলা জাহান

সাপাহার, নওগাঁ।


Magazine