কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : কাবিন করা বউকে তার বাপের বাড়িতে রাখা কি শরিয়াতসম্মত?

উত্তর: বিবাহের কাবিননামা সম্পন্ন হওয়ার অর্থ হচ্ছে বিবাহ সম্পন্ন হয়েছে। এখন থেকে স্ত্রীর ভরণ-পোষন, বাসস্থান সবকিছুর জিম্মাদারী স্বামীর উপর। অতএব স্বামীর কর্তব্য হচ্ছে, স্ত্রীকে মোহরানা পরিশোধ করে তার নিজ নিবাসে নিয়ে যাওয়া এবং সংসার জীবন আরম্ভ করা। আল্লাহ বলেন, ‘জনকের (স্বামী) উপর দায়িত্ব হল বিহিতভাবে প্রসূতিদের অন্নবস্ত্রের ব্যবস্থা করা’ (আল বাকারা, ২/২৩৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‌وَلَهُنَّ ‌عَلَيْكُمْ ‌رِزْقُهُنَّ، وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ ‘তাদের জন্য তোমাদের উপর বিহিতভাবে তাদের ভরণপোষণের দায়িত্ব রয়েছে’ (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)। সুতরাং বিনা প্রয়োজনে শ্বশুর-শাশুড়ী অসন্তোষ হলে, স্ত্রীকে তার শ্বশুরালয়ে রাখা জায়েয হবে না। তবে, প্রয়োজনে তাদের আপত্তি না থাকলে, সাময়িকভাবে থাকতে পারে বা যেতে পারে। উল্লেখ্য যে, কনে নাবালিকা হলে শাবালিকা হওয়া পর্যন্ত বাবার বাড়ীতে থাকবে। যেমন: আয়েশা রযিয়াল্লাহু আনহা-এর ৬ বা ৭ বছর বয়সে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন। ৯ বছর বয়সে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর সাথে তার শ্বশুরালয়ে মিলন হয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার সাত বছর বয়সে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন। সুলাইমানের বর্ণনায় রয়েছে ছয় বছর। আর তিনি আমার নয় বছর বয়সে আমার সাথে বাসর যাপন করেন (ছহীহ বুখারী, হা/৫১৫৮; আবূ দাউদ, হা/২১২১)।

প্রশ্নকারী : রাকিব

মিরপুর, ঢাকা।


Magazine