উত্তর : না, এমতাবস্থায় যাকাত দিতে হবে না। কেননা যাকাত ফরয হওয়ার শর্ত হলো নিছাব পরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্য সমপরিমাণ সম্পদ থাকা। যার কাছে নিছাব পরিমাণ সম্পদ আছে একমাত্র তার ওপরই যাকাত ফরয (ছহীহ বুখারী, হা/১৩৯৫; ছহীহ মুসলিম, হা/১৯)। তাছাড়া যাকাত ফরয হওয়ার জন্য উক্ত সম্পদ এক বছর যাবৎ জমা থাকতে হবে (ইবনু মাজাহ, হা/১৭৯২)। সুতরাং যেহেতু পরিবারের পেছনে খরচ করার পরে আপনার নিছাব পরিমাণ সম্পদ থাকে না, তাই আপনাকে যাকাত দিতে হবে না।
প্রশ্নকারী : নূর ইসলাম
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।