কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০) : কেউ যদি হলুদ-মরিচের সাথে রং মেশানো চালের গুড়া বা কম দামেরমরিচমেশায় এবংনিত্য প্রয়োজনীয় কম দামের পণ্য বেশি দামের পণ্য বলে বিক্রি করে এমন লোকের অধীনে চাকরি করে বেতন হালালহবে কি?

উত্তর : ভালো পণ্যের সাথে নিম্নমানের পণ্য মিশিয়ে ভালো পণ্য বলে বিক্রি করা হলো প্রতারণার অন্তর্ভুক্ত, যা ইসলামী শরীআতে সম্পূর্ণভাবে হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমাদেরকে ধোকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৬)। কেউ যদি এমন প্রতারণা করে, তাহলে তার অধীনে থেকে এমন কাজে তাকে সহযোগিতা করা যাবে না। বরং সেই চাকরি ছেড়ে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু গুনাহ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : মো. মারুফ বিল্লাহ

শিবগঞ্জ, বগুড়া।


Magazine