উত্তর : না, সূদ লেন-দেনের শর্তে কারও কাছ থেকে টাকা নিয়ে প্রকল্প কিংবা ব্যবসা-বাণিজ্যসহ কোনো ধরনের কাজ করা বৈধ নয়। যেমন ব্যাংক থেকে সূদের মাধ্যমে অর্থ নিয়ে বাড়ী-ঘর নির্মাণ, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটানো ইত্যাদি। অনুরূপভাবে সূদের ভিত্তিতে কারও কাছ থেকে অর্থ নেওয়াও বৈধ নয়। কেননা সূদ সম্পূর্ণরূপে হারাম। এ মর্মে ইরশাদ হয়েছে যে, ‘আল্লাহ তা‘আলা ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (বাক্বারাহ, ২৭৫)।
প্রশ্নকারী : আব্দুল করীম মোল্লা
সোনাতলা, বগুড়া।
