উত্তর : বীর্য বের হওয়ার পূর্বে যে রস বের হয় যা দেখতে পানির মত হয় তাকে মযী বলা হয়। মযী দ্বারা কাপড় ভিজে গেলে পুরুষাঙ্গ ধৌত করে ও ওযূ করে ছালাত আদায় করবে আর গাঢ় সাদা রং এর বীর্যকে আরবীতে মানী বলা হয়। তা দ্বারা কাপড় ভিজে গেলে গোসল ফরয হবে। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মযী রোগে আক্রান্ত ছিলাম। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা (ফাতেমা) আমার ঘরে থাকার কারণে আমি তাঁকে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করতাম। আমি মিক্বদাদ রাযিয়াল্লাহু আনহু-কে নির্দেশ দিলাম, সে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সে তাঁর পুরুষাঙ্গ ধৌত করবে এবং ওযূ করবে’ (ছহীহ বুখারী, হা/২৬৯; ছহীহ মুসলিম, হা/৩০৩; মিশকাত, হা/৩০২)। অপর বর্ণনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মযীর কারণে ওযূ করবে এবং মনী বা বীর্যের কারণে গোসল করবে’ (ছহীহ বুখারী, হা/২৩০; ছহীহ মুসলিম, হা/২৮৯; মিশকাত, হা/৩১১)। তবে বীর্যপাত হলে গোসল ফরয হবে। এক্ষেত্রে পুরুষ ও মহিলার একই বিধান। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বীর্যপাত হলে গোসল প্রয়োজন’ (ছহীহ মুসলিম, হা/৩৪৩; মিশকাত, হা/৪৩১)।
প্রশ্নকারী : জুয়েল রানা
পত্নিতলা, নওগাঁ।