উত্তর: জুমআর দিন আযান হয়ে গেলে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে যেতে হবে। কেননা চার শ্রেণী ব্যতীত বাকীদের জন্য জুমআর ছালাত ফরয। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমআর ছালাত প্রত্যেক মুসলিমের উপর জামাআতের সাথে আদায় করা ওয়াজিব। কিন্তু তা চার প্রকার লোকের উপর ওয়াজিব নয়। তারা হলো ক্রীতদাস, মহিলা, শিশু ও রুগ্ন ব্যক্তি’ (আবূ দাঊদ, হা/১০৬৭)। দারাকুত্বনীর বর্ণনায় মুসাফিরের কথাও উল্লেখ রয়েছে (দারাকুত্বনী, ২/৩)। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! জুমআর দিনে যখন ছালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা উপলব্ধি কর’ (আল-জুমআ, ৬২/১০)।
প্রশ্নকারী : দিনার মাহমুদ
সাভার, ঢাকা।