উত্তর: দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার জন্য শর্ত হলো, পাঁচবার দুধপান না করালে হুরমাত সাব্যস্ত হবে না (রওযাতুত্ব ত্বলীবিন, ৯/৭)। ইবনু হাযম রাহিমাহুল্লাহ বলেন, পাঁচবারের কমে দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে না এবং একটি অপরটি থেকে পৃথক হতে হবে বা পৃথক পৃথক পাঁচ চোষণ হতে হবে (আল-মুহাল্লা, ১০/১৮৯)। ইবনু তায়মিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো দুগ্ধপায়ী শিশু দুই বছর বয়সের মধ্যে কোনো মহিলার পাঁচ বার দুধ পান করে, তবেই ঐ মহিলা তার দুধমাতা হিসাবে সাব্যস্ত হবে (ফাতাওয়া আল-কুবরা, ৩/১৫৯)। আল্লাহ তাআলা বলেন, ‘আর মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে, (এটা) তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়’ (আল-বাকারা, ২/২৩৩)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, কুরআনে এ আয়াতটি নাযিল হয়েছিল ‘দশবার স্তন্যপানে হারাম সাব্যস্ত হয়’। অতঃপর তা মানসূখ বা রহিত হয়ে যায় ‘পাঁচবার পান দ্বারা হারাম সাব্যস্ত হয়’-এর দ্বারা। অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন অথচ ঐ আয়াতটি কুরআনের আয়াত হিসাবে তিলাওয়াত করা হতো (ছহীহ ছহীহ মুসলিম, হা/১৪৫২)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।