কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : মোবাইলে ভিডিও দেখলে বা গেম খেললে কি ওযূ নষ্ট হবে?

উত্তর : মোবাইলে ভিডিও দেখলে বা গেম খেললে ওযূ ভঙ্গ হবে না। তবে, গেমস খেলা হারাম। যা জুয়ার অর্ন্তভুক্ত। এছাড়াও মোবাইলে অশ্লীল উলঙ্গ অর্ধ উলঙ্গ ভিডিও ও স্থীর পিকচারের মাধ্যমে চোখের চেনা হয়। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আদম সন্তানের জন্য যেনার একটা অংশ নির্ধারিত রেখেছেন। সে তাতে অবশ্যই জড়িত হবে। চোখের যেনা হল তাকানো, জিহ্বার যেনা হল কথা বলা, কুপ্রবৃত্তি কামনা ও খায়েশ সৃষ্টি করে এবং যৌনাঙ্গ তা সত্য মিথ্যা প্রমাণ করে’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩; আবূ দাউদ, হা/২১৫২; মিশকাত, হা/৮৬)। উল্লেখ্য যে, কোনো অশ্লীল ভিডিও দেখার কারণে উত্তেজনা বসত যদি যৌনাঙ্গ দ্বারা সাধারণ তরল পর্দাথ বের হয় তাহলে ওযূ ভেঙ্গে যাবে (ছহীহ মুসলিম, হা/৩০৩)।

প্রশ্নকারী : ফয়সাল রায়হান

ইতালী প্রবাসী।


Magazine