উত্তর : বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি কেঁদে উঠে, হাঁচি দেয় বা প্রাণ ছিল বলে বুঝা যায় অতঃপর মারা যায় তাহলে তার জানাযা দিতে হবে। আর মৃত জন্ম নিলে জানাযা দিতে হবে না। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জন্মের পর কেঁদে না উঠা পর্যন্ত শিশুর জানাযা নেই। আর সে কারো ওয়ারিছ হবে না এবং তার থেকেও কেউ ওয়ারিছ হবে না (ইবনু মাজাহ, হা/২৭৫১; তিরমিযী, হা/১০৩২; সিলসিলা ছহীহা, হা/১৫২)।
প্রশ্নকারী : আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।