উত্তর: মুসলিম নারীর জন্য পিতা বা অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করা জায়েয নয় (আবূ দাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২)। তবে অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণকারী নারী পিতা যদি মুসলিম না হয় অথবা পিতা মারা গিয়ে থাকে, তাহলে তার অভিভাকত্ব দেশের শাসক অথবা শাসক কর্তৃক নিযুক্ত গভর্নরের উপর বর্তাবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী অভিভাবক ছাড়া বিবাহ করল, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল। যদি সহবাস করে ফেলে, তাহলে সহবাস করার কারণে স্ত্রী মোহর পাবে। আর যদি অভিভাবক নিয়ে বিতর্ক হয়; তাহলে যে নারীর অভিভাবক নাই, তার অভিভাবক হবে শাসক’ (আবূ দাঊদ, হা/২০৮৩)। তাই নও মুসলিম নারীর অভিভাবক না থাকলে তার অভিভাবক হবে স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় কাযী কিংবা এলাকার বড় কোনো আলেম অথবা মসজিদের ইমাম।
প্রশ্নকারী : কামরুল ইসলাম
ঢাকা।