কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে বললেন, আজ তুমি যা চায়বে তাই তোমাকে দেবো, আয়েশা রাযিয়াল্লাহু আনহা মেরাজের রাত্রির এক গোপন তথ্য জানতে চাইলেন যা শুনে আবূ বকর রাযিয়াল্লাহু আনহু কেঁদেছিলেন। অনেকে বলেছেন যে, ঘটনাটি বুখারীতে আছে। এই ঘটনা সত্য কতটুকু?

উত্তর : উত্তর : না; এমন কোনো হাদীছ ছহীহ বুখারীতে নেই এবং এমন কোনো ছহীহ হাদীছ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।

-জাকির হোসেন

গোপীনাথপুর, কলারোয়া, সাতক্ষীরা।


Magazine