কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : ডাচবাংলা ব্যাংকে স্যালারি একাউন্টে ট্যাক্স কেটেছে ৫১ টাকা এবং সূদ দিয়েছে ৫১২ টাকা। এখন আমাকে ৫১২ টাকা বের করে ফেলতে হবে না-কি ৪৬১ টাকা বের করলে সূদ মুক্ত হয়ে যাবে?

উত্তর : যদি কোনো ব্যাংক একাউন্ট থেকে নির্ধারিত পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে কেটে নেয় তাহলে, তা তারা সিকিউরিটি অথবা ভাড়া হিসাবে কেটে থাকে। সুতরাং ট্যাক্স হিসাবে কেটে নেয়া অর্থটি সতন্ত্র বিষয়। আর তারা যা মূল অর্থের উপর সূদ, বিনিফিট বা অন্য যেকোনো উপায়ে যে অতিরিক্ত অর্থ প্রদান করে তার সবই শরী‘আতের দৃষ্টিতে সূদ হিসাবে গণ্য। কেননা, ইসলামের দৃষ্টিতে সূদ বলা হয় ‘একই বস্ত্তর মধ্যে চক্রবৃদ্ধিহারে লেন-দেন করা। আবুবকর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সমান সমান ছাড়া তোমরা সোনার বদলে সোনা বিক্রয় করবে না। অনুরূপ রূপার বদলে রূপা সমান সমান ছাড়া (বিক্রি করবে না)। রূপার বদলে সোনা এবং সোনার বদলে রূপা যেভাবে ইচ্ছে কেনা-বেচা করতে পারো (ছহীহ বুখারী, হা/২০২৯; ছহীহ মুসলিম, হা/২৯৭০)। সুতরাং সূদ হিসাবে তারা যে অর্থ দেয় তার সবটুকু অর্থ দানের নিয়্যত ও ছওয়াবের আশা ব্যতীত সমাজের কল্যাণময় কাজে দিয়ে দিতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না (মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)।

প্রশ্নকারী : সাদিক

 দৌলতপুর, কুষ্টিয়া।



Magazine